ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় েেমাটরসাইকেল আরোহী রুহুল আমিন (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের আবদুল আজিজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় রুহুল আমিন ঝিনাইগাতীর ধানশাইল গ্রামে এক আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেলে করে ঝিনাইগাতী বাজারে আসছিলেন। পথিমধ্যে নয়াগাঁও মসজিদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে রুহুল আমিন গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।