শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে ধর্ষণ মামলার সহযোগি ওয়ারেন্টভূক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার জঙ্গলখিলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম (৪৮) ও গিলাগাছা দক্ষিণপাড়া গ্রামের আলম মিয়া (৪০)।
জানা গেছে, ২০১৯ সালের এপ্রিল-মে মাসে গিলাগাছা দক্ষিণপাড়া গ্রামে এক স্কুল পড়–য়া ছাত্রীকে ধর্ষণ করে অন্ত: স্বত্বা করে ফেলে একই গ্রামের আব্দুস ছালাম (৫০)। পরবর্তীতে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে আব্দুস ছালামকে প্রধান ও রফিকুল ইসলাম এবং আলমকে সহযোগি আসামী করে শ্রীবরদী থানায় মামলা করেন। ওই মামলায় আব্দুস ছালাম দীর্ঘদিন জেলহাজত খাটলেও রফিকুল ও আলম পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে পুলিশ রফিকুল ইসলাম ও আলমকে গ্রেফতার করে।