স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা পুলিশ অভিযান চালিয়ে আব্দুল কাদির (২৭) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। বুধবার (২১ এপ্রিল) ভোরে হলপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পৌর শহরের ইশিবপুর (ঝালপাড়া)এলাকার আব্দুল কদ্দুসের পুত্র।
পুলিশ জানায়, মাদক মামলায় শেরপুর বিজ্ঞ আদালত আব্দুল কাদিরকে ৬ মাসের সাজার আদেশ দেন। আদেশের পর থেকেই সে পলাতক ছিল। নকলা থানার সহকারি উপপরিদর্শক রতন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে হলপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।