নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ব্যাটারিচালিত রিকশা চাপায় সম্পা নামে চার বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার ছালুয়াতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল দশটার দিকে দক্ষিণ ছালুয়াতলা গ্রামের দারোগ আলীর চার বছর বয়সী কন্যা সম্পা রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দিলে ফেলে দেয় ও পরে পেছনের চাকা তার উপর দিয়ে চলে যায়। এতে চাপা পড়ে গুরুতর আহত হলে স্বজেনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় নালিতাবাড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।