যশোর: যশোর অভয়নগরে সড়কে উল্টে পড়া নছিমন চালক ট্রাক চাপায় নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় যশোর খুলনা মহাসড়কে নওয়াপাড়া জুটমিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নছিমন চালকের নাম রবিউল ইসলাম (৫৫)। তিনি উপজেলার পুড়াখালী ফকির বাগান এলাকার রশিদ সরদারের ছেলে।
নিহতের ভাই আবু তাহের জানান, তার ভাই নছিমনে মাল বোঝাই করে ভৈরব সেতু পার হয়ে নওয়াপাড়া বাজারে আসছিল। নওয়াপাড়া জুট মিল এলাকায় পৌছালে তার নছিমনটি উল্টে যায়। এ সময় সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্য মাহমুদ আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।