শেরপুর : জমি সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষেল ধাক্কা নিহত হয়েছে সুরুজ্জামান (৭৫) নামে এক বৃদ্ধ। শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে শেরপুর সদর উপজেলার মকসুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মকসুদপুর গ্রামের কোকিল মিয়া গংদের সাথে নিহত বৃদ্ধ সুরুজ্জামানদের জমি সংক্রান্ত বিরোধ ও মামলা চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির রূপ নেয়। এসময় কোকিল গংদের ধাক্কায় বৃদ্ধ সুরুজ্জামান মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।