রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে জাল টাকাসহ মেহেদী হাসান নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
জানা যায়, নন্নী বাজারে মেহেদী হাসান নামে ওই যুবক এক ব্যক্তির কাছ থেকে দই কিনে এক হাজার টাকার একটি জাল নোট দেয় এবং বাকী টাকা ফেরত নেয়। পরে পান-সুপারির দোকান থেকে ৪০ টাকার সুপারি কিনে আরেকটি এক হাজার টাকার জাল নোট দিয়ে বাকি টাকা ফেরত নেয়। এরপর মসলার দোকান থেকে মসলা কিনে আরেকটি এক হাজার টাকার জাল নোট দিলে দোকানদার এবং অন্যান্য ক্রেতাদের কাছে বিষয়টি ধরা পরে। পরে ওই যুবককে আটক করে নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটনের নিকট পাঠালে তিনি নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেন। জাল টাকাসহ আটক মেহেদী হাসান ময়মনসিংহের গৌরিপুর উপজেলার রাজ গৌরিপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান একে এম মাহবুবুর রহমার রিটন বলেন, নন্নীতে কোন ধরনের অন্যায় কাজকে কোন ভাবেই প্রশ্রয় দেওয়া হয় না।আমরা তাকে তিনটি এক হাজার টাকার জাল নোট ও একটি মোবাইলসহ থানায় প্রেরণ করেছি।