রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলার পাঁচ ভুলোট গ্রামে অভিযান চালিয়ে একটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে বাগআঁচড়া ফাড়ি পুলিশ। এসময় মনিরুল ইসলাম (৩৮) নামে চোর সিন্ডিকেটের সক্রিয় এক সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার পাঁচভূলোট গ্রাম থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটক মনিরুল শার্শা থানার পাঁচভূলোট গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, বাগআঁচড়া জোহরা ক্লিনিকের সামনে থেকে সহিদ হোসেন নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। জড়িত সন্দেহে মনিরুল ইসলামকে আটক করে। তার দেওয়া তথ্যমতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পাঁচ ভূলোট গ্রামের ইউপি সদস্য নেছার উদ্দিন জানান, বাগআঁচড়া ফাঁড়ির পুলিশ মনিরুলের বাড়ি থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ তাকে আটক করেছে। পুলিশ জানায়, আটকৃত ব্যক্তি মনিরুলের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।