1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ঝিনাইগাতিতে নিখোঁজের ৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, ১২ নাবিক নিখোঁজ বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী জিআই স্বীকৃতি পেলো টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত: অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ পবিত্র ভোটের মাধ্যমে নালিতাবাড়ীতে থাকার সুযোগ চাইলেন হাজি মোশারফ গাজায় গণকবর: স্বাধীন তদন্তের নির্দেশ জাতিসংঘের, দাবি আন্তর্জাতিক সংস্থাগুলোর ৪১.৬ ডিগ্রিতে তাপমাত্রা, ১৬ জেলায় তীব্র তাপপ্রবাহ নালিতাবাড়ীতে ছাগলে ধানক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, মারধর

জয়ে কি শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে তাদের মাটিতে টি-টোয়েন্টি জিতে জয়খরা কাটিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের মাঠেও এখনো জয়ের মুখ দেখেনি টাইগাররা। সিরিজে দুটি ম্যাচ হারা বাংলাদেশ আজ কি পারবে পাকিস্তানে জয়খরা কাটাতে? শেষ ম্যাচটি জয়ের রঙে রাঙাতে?

পাকিস্তানের মাঠে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে স্কোরবোর্ডে রান। দুটি টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ব্যাটসম্যানদের মন্থর গতির ব্যাটিংয়ে প্রথম ম্যাচে ১৪১ রান তোলা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে করে ১৩৭। এ রান নিয়ে জয় পাওয়া সম্ভব নয়।

বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও তাই মনে করেন, ‘দুই ম্যাচে আমরা ১৪০ রানের আশেপাশে করেছি। টি-টোয়েন্টিতে এ রান নিয়ে জয় প্রায় অসম্ভব। আমাদের ১৬০-১৭০ রানের লক্ষ্য নিয়ে খেলা উচিত। তবেই জয়ের সম্ভাবনা থাকবে।’

আর তার জন্য দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। সেজন্য কিছু উপায়ও বাতলে দিয়েছেন টাইগারদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। শেষ দুই ম্যাচে ধারাবাহিক রান করা তামিম ইকবালকে নিয়ে বলেন, ‘আমরা দেখেছি গত বিপিএলের আগের আসরের ফাইনালে তামিম কি করেছে। আমরা তার কাছে এ ধরনের ব্যাটিং আশা করি।’ এছাড়াও বাকিদের থেকে দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি রানের আশা করেছেন এ ব্যাটিং কোচ।

এদিকে এ ম্যাচে সৌম্য সরকারের না খেলার সম্ভাবনা বেশি। দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন সৌম্য। সৌম্য ছাড়াও জয়ের জন্য মরিয়া বাংলাদেশ এ ম্যাচে আরো দুটি পরিবর্তন আনতে পারে।

সবকিছু মিলিয়ে এক যুগ পরে যাওয়া প্রথম পাকিস্তান সফরে জয়ের মধুরতা দিয়ে শেষ করতে পারবে কি বাংলাদেশ? জানা যাবে আজ দুপুরেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!