স্পোর্টস ডেস্ক : গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির ইনজুরিতে পড়ার পর আর মাঠে ফেরা হয়নি লিওনেল মেসির। অবশেষে দু্ই মাস দুইদিন পর আজ রোববার চিরচেনা রূপে ফিরেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। ফেরার দিনে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে জোড়া গোল করেছেন তিনি। ৮ বারের ব্যালন ডি’অরজয়ী তারকার ম্যাচসেরা (আইকন অব দ্য ম্যাচ) হওয়ার দিনে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে মিয়ামি।
রোববার টানা পঞ্চম জয় পেয়েছে মিয়ামি। আর সর্বশেষ ১০ ম্যাচে ৯টিতেই জিতেছে ক্লাবটি। যদিও এর মধ্যে ৯ ম্যাচই মেসিকে ছাড়া খেলেছে মিয়ামি। বড় জয়ে এমএলএসের পয়েন্ট টেবিলের নিজেদের শীর্ষ স্থান আরও মজুবত করেছে মেসিদের দল। ২৮ ম্যাচে মিয়ামির পয়েন্ট এখন ৬২। এমএলএসে এই প্রথম কোনো দলের পয়েন্ট ৬০ ছাড়ালো।
ফ্লোরিডার ফোর্ট লডারডেলে হোমম্যাচে আজ মেসি ৪ মিনিটের ব্যবধানে গোল দুটি করেন। প্রথমটি ২৬ মিনিটে ও এরপর ৩০ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। এ নিয়ে ১৯ ম্যাচে ১৫ গোল করলেন মেসি। দুটি গোলেই তাকে অ্যাসিস্ট করেন জর্ডা আলবা।
মিয়ামির হয়ে বাকি এক গোল করেন লুইস সুয়ারেজ। ৯৮ মিনিটে গোল করে মিয়ামির বড় নিশ্চিত করের উরুগুয়ে তারকা। যুক্তরাষ্ট্রে ফুটবলে এ নিয়ে ২০ ম্যাচে ১৭ গোল করলেন সুয়ারেজ।