নালিতাবাড়ী (শেরপুর) : মানুষ ও বন্য হাতির দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজে ময়মনসিংহ বন বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বন বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুরের সহকারী বন সংরক্ষক প্রান্তোষ চন্দ্র রায়। অন্যান্যের মাঝে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, সাংবাদিক মনিরুল ইসলাম মনির, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম, ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) এর সভাপতি উকিল উদ্দিন ও আছমত আলী বক্তব্য রাখেন।
প্রধান অতিথি একেএম রুহুল আমীন বলেন, বন্যপ্রাণি হাতিকে উত্যক্ত করা যাবে না। তাই বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে এক সাথে সহাবস্থানের অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বন্যহাতি দ্বারা কেউ যদি নিহত হয় তার পরিবারকে ৩ লাখ টাকা, গুরুতর আহতকে ১ লাখ টাকা ও ফসলের ক্ষতি হলে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। এ জন্য ক্ষয়ক্ষতির ছবি তুলে থানায় জিডি করে সংশ্লিষ্ট বন কর্মকর্তার সাথে যোগাযোগ করে আবেদনের পরামর্শ দেন তিনি।
কর্মশালা শেষে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের মাঝে বন্যহাতি তাড়ানোর জন্য টিন, লাঠি ও কেরোসিন তেল বিতরণ করেন।