1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ৫৩ নাবিকের মৃত্যুর আশঙ্কা

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গত বুধবার থেকে নিখোঁজ ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সাবমেরিনের ৫৩ নাবিকই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বালি উপকূলে ডুবে যাওয়া সাবমেরিনটি থেকে ভেসে আসা কিছু বস্তু আশেপাশের এলাকায় পাওয়া গেছে বলে শনিবার নৌবাহিনী প্রধান জানিয়েছেন।

স্ক্যানের মাধ্যমে দেখা গেছে, সাবমেরিনটি দুই হাজার ৮০০ ফুট নিচে তলিয়ে গেছে। সাবমেরিনটিতে মাত্র তিন দিন টিকে থাকার মতো অক্সিজেন ছিল। পানির এতোটা গভীরে নাবিকদের বেঁচে থাকার সম্ভাবনা নাই বললেই চলে।

নৌবাহিনীর প্রধান ইউদো মারগোনো বলেছেন, ‘যেসব নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেছে তাতে আমাদের বিশ্বাস এগুলো সাবমেরিন থেকে আসা।’

কোনো কারণে সাবমেরিনে ফাঁটল ধরার পর এগুলো ভেসে এসেছে বলে জানান তিনি।

মারগোনো বলেন, ‘বিস্ফোরণ হয়ে থাকলে এটা টুকরা টুকরা হয়ে যাবে। যে ফাঁটল ধরেছিল সেটি ৩০০ মিটার থেকে ৪০০ এরপর ৫০০ মিটার গভীরে যাওয়ার সময় ধীরে ধীরে হয়েছে…বিস্ফোরণ হয়ে থাকলে এটি সোনারে শোনা যেতো।’

তিনি বলেন, ‘সাবমেরিনটি এমন গভীরতায় পাওয়া গেছে যেখানে নৌকার ডুবে যাওয়ার গভীরতার চেয়েও বেশি। কেউই সাবমেরিন বিধ্বস্ত হওয়ার আগে বের হতে পারেন ধরে নিলে কারো বেঁচে থাকার আশা করা যাচ্ছে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com