নালিতাবাড়ী (শেরপুর) : ঘটনার একদিন পর বেড়িয়ে এলো থলের বিড়াল। পুলিশি তদন্তে সত্যতা মিলেছে ইমাম সাইফুল ইসলাম কর্তৃক কিশোরী বশিকরণের ঘটনা। উঠে এসেছে, ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে বিশেষ মহলের ফায়দা লুটার বিষয়টিও। ফলে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ নয়, এখন আপোষের চেষ্টা চালাচ্ছেন ইমামসহ সংশ্লিষ্টরা।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ এপ্রিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া স্থানীয় শান্তির মোড় বায়তুল মামুর জামে মসজিদের ইমাম সাইফুল ইসলামকে (২৩) শালিশে ডেকে নিয়ে গোপন কক্ষে চড়-থাপ্পড় মেরেছেন মর্মে অভিযোগ তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে একটি মহল। মুহূর্তেই এ অপপ্রচারের মাধ্যমে ইউপি চেয়ারম্যান আজাদ মিয়ার ভাবমূর্তি নষ্টের অপচেষ্টার পাশাপাশি আসন্ন নির্বাচনে তাকে বিতর্কিত করতে উঠেপড়ে লাগে মহলটি। শুধু তাই নয়, বিকেলে এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে এবং চেয়ারম্যান সমর্থিতদের বাড়িঘরে হামলা চালিয়ে আক্রমণ করতে উদ্যত হয়। পরে রাতে এ নিয়ে উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করলে ঘটনা তদন্তে নামে পুলিশ। ২৫ এপ্রিল রোববার বিকেলে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল নিজে সরেজমিনে তদন্তে যান। এসময় তিনি মসজিদের ইমামকে মসজিদের মিম্বারে বসিয়ে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করেন। তদন্তকালে ইমাম সাইফুল ইসলাম মসজিদে বসে তার তাবিজ করার বিষয়টি স্বীকার করেন এবং ভুল হয়েছে মর্মে অনুভুতি প্রকাশ করেন। এসময় ইমাম সাইফুল ইসলাম চেয়ারম্যান এর বিরুদ্ধে আনিত নির্যাতনের অভিযোগও অস্বীকার করেন। একপর্যায়ে ভিডিও বার্তার বিষয়ে জানতে চাইলে ইমাম নিজের কর্মকা-ে অনুশোচনা প্রকাশ করেন। একই সময়ে একটি বিশেষ পক্ষ কর্তৃক ইমামকে নিয়ে ধর্মীয় ইস্যু তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলা করার বিষয়টিও স্পষ্ট হয়। পরে সংশ্লিষ্ট অন্যান্য স্থানে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে পুলিশ। এমতাবস্থায় নিজেদের অন্যায় স্বীকার করে ইমাম ও তার পক্ষের লোকজন ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আপোষ-রফার চেষ্টা শুরু করেছেন।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ঘটনাস্থলে তদন্তে গেলে ইমাম সাহেব নিজে তার দোষ স্বীকার করেছেন এবং চেয়ারম্যানের প্রতি তার কোন অভিযোগ নেই বলে জানিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বারমারী বেগম রওশন আরা একাডেমির অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে তারই ফুফাতো ভাইয়ের প্রতি বশ করতে ৫শ টাকার বিনিময়ে তাবিজ করে দেন শান্তির মোড় মসজিদের ইমাম সাইফুল ইসলাম। এরপর ওই কিশোরী বশ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে পড়লে ঘটনাক্রমে তাবিজের বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। পরে এ নিয়ে ২৪ এপ্রিল শনিবার দুপুরে বারমারী বাজারে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে গ্রাম্য শালিশ বসে। শালিশে ইমাম সাইফুল ইসলাম তাবিজ করার বিষয় স্বীকার করেন। পরে সুস্থ করে দেওয়ার শর্তে একটি লিখিত শালিশনামা তৈরি করে সাইফুলকে তার অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।
এরই কিছুক্ষণ পর ইমাম সাইফুল ইসলাম চেয়ারম্যান এর প্রতি অভিযোগ তোলেন যে, তাকে গোপন কক্ষে নিয়ে চড়-থাপ্পড় মারা হয়েছে। মুহূর্তেই চেয়ারম্যান এর প্রতিপক্ষ বিষয়টি নিয়ে ধর্মীয় ইস্যু তৈরি করে বারমারী বাজারে উত্তেজনা সৃষ্টি করে। শালিশে উপস্থিত লোকেদের বাড়িঘরে গিয়ে হামলা করে জিম্মি করে রাখে, কাউকে বা পথ রোধ করে হামলা করতে উদ্যত হয়, কাউকে মারধরও করে।