যশোর: কেশবপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ও আরিয়ানা এগ্রো এন্ড ফুডস প্রডাক্টস লিমিটেডের সহযোগিতায় দোয়া ও ইফতার মাহফিল সোমবার বিকালে শহরের ক্যাফে ডে লাইটে অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার তদন্ত ওসি শেখ ওহেদুজ্জামান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। দোয়া পরিচালনা করেন মাওঃ নাছির উদ্দিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, সহ-দপ্তর সম্পাদক আবুল বাসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশিদুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক শামসুর রহমান বাবলা, নির্বাহী সদস্য মোহাচ্ছান আলী শাওন, সদস্য কাওছার হোসেন রুবেল, নূর এ আলম সিদ্দিকী, মীর আজিজ হাসান, মেহেদী হাসান সুমন, কবির হোসেন, তুহিন হোসেন, সৈয়দ ফয়সাল হাসান রিফাত, সোহেল রানা, তানিম আরাফাত, আক্তারুজ্জামান, সরদার মোস্তফা কামাল হিরো, শিমুল হাসান, এনামূল হক, কবির হোসেন, তহমিনা খাতুন, নার্গিস পারভীন, জি এম মিজানুর রহমান মিল্টন, কামরুজ্জামান, নুরুজ্জামান, মঞ্জুরুল হোসেন ডাভলু, ইসমাইল শেখ, মুশফিকুর রহমান, আব্দুল হালিম প্রমুখ।