মোহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও পরিষদের অর্থায়নে করোনা দ্বিতীয় ধাপ মোকাবেলায় ৭৫০ প্যাকেট মাস্ক উপজেলা পরিষদ হলরুমে বিতরণ করা হয়। এসময় ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ঝিনাইগাতী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক, সিনিয়র সাংবাদিক হারুন অর রসিদ মিয়া, সিনিয়র সাংবাদিক গোলাম রাব্বানী টিটু, সাংবাদিক সাইফুল ইসলাম জুয়েল, আনিছ আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।