শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসানের বিদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় সদ্যযোগদানকৃত সহকারি কমিশনার (ভূমি) আতাউর রহমানকে বরণ করা হয়।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। কর্মজীবনের বিভিন্ন দিক তুলে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান।
উপজেলা একাডেমিক সুপারভাইজর মোশরফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবাগত সহকারি কমিশনার (ভূমি) আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, কৃষি অফিসার হুমায়ুন দিলদার, মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, বিদায়ী অতিথি উপজেলা সমবায় কর্মকর্তা মহিব্বুর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দফরতরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসানের নতুন কর্মস্থল শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় কক্সবাজার।