1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

মনিরামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পাল্টা-পাল্টি অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
যশোর: যশোরের মণিরামপুরে ডলি দাস (৩৫) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মশ্মিমনগর কাঁঠালতলা দাসপাড়া শ্বশুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। ডলি দাস দাসপাড়ার অশোক দাসের স্ত্রী। নিহতের বাবার নাম পূর্ণ দাস। তিনি কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা। স্বজনদের দাবি, নির্যাতনে হত্যার পর শ্বশুর বাড়ির লোকজন ডলি দাসের লাশ ঝুলিয়ে রাখে।
এদিকে ক্ষিপ্ত স্বজনরা অশোক দাসের বাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একইসাথে তারা অশোক দাস ও তার মা কবিতা দাসকে মারপিট করেছে বলেও উঠেছে।
মাকে নিয়ে সকালে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন অশোক দাস। তাদের অবস্থা স্বাভাবিক বলে জানিয়েছেন জরুরি বিভাগে দায়িত্বরত ডাঃ দীবাকর কুমার।
নিহত ডলি দাসের মা পারুল রানী জামান, ৬-৭ বছর আগে মেয়েকে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর থেকে শ্বশুর সুখদেব (অশোকের বাবা) ডলিকে প্রায়ই কুপ্রস্তাব দিতো। মেয়ে রাজি না হওয়ায় ওরে নির্যাতন করতো। আমার মেয়ের গলায় আঘাতের চিহ্ন ও একচোখের কোনে রক্ত জমে আছে। ও আত্মহত্যা করিনি। ওরা নির্যাতন করে মেরে ফেলেছে আমার মেয়েকে।
নিহতের ভাই শ্রীবাস জানান, সোমবার সন্ধ্যার পরে ডলি মারা গেছে। কিন্তু ওর শ্বশুর বাড়ি থেকে আমাদের জানানো হয়নি। ওর প্রতিবেশির মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার ভোরে আমরা ঘটনাস্থলে যাই। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে অশোকরা লোকজন নিয়ে আমাদের মারপিট করে। আমরা ওদের মারিনি।
মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ায় সোমবার সন্ধ্যায় শাড়ি জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ডলি দাস। খবর পেয়ে মেয়ে পক্ষের লোকজন এসে অশোকদের বাড়ি ভাঙচুর করে দুজনকে মেরে হাসপাতালে পাঠিয়েছে।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিটন বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারন জানানো যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com