এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে ওএমএস এর চাল কিনে নিজ এলাকার গরীব ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন পৌরসভার ৬নং ওয়ার্ড এর কাউন্সিলর ও পৌরসভার নবনির্বাচিত প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর।
বুধবার (২৮ এপ্রিল) সকালে ৬নং ওয়ার্ডের নির্ধারিত ওএমএস চাল বিক্রয়ের দোকানে গিয়ে দৈনিক বরাদ্দ ২০০ পরিবারের চাল নিজে কিনে চাল কিনতে আসা পরিবার ও এলাকার প্রায় ২শ গরীব ও অসহায় পরিবারকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে জনপ্রতি ৫ কেজি করে বিতরণ করা হয়।
প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর জানান, করোনার ২য় ডেউ মোকাবেলায় বান্দরবানে লকডাউনে থাকা ২শত গরীব ও অসহায় পরিবারকে আমার ব্যক্তিগত অর্থায়নে এসব চাল বিতরণ করেছি এবং করোনা ও লকডাউন চলাকালীন সময়ে আগামীতেও আমি এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো। তিনি আরো জানান, করোনার এই মহামারি রুখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ পরিবারের যতœ নেয়ার পাশাপাশি সড়কে বের হলে সামাজিক দুরত্বে চলাচল ও অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, করোনার শুরু থেকে এলাকার গরীব অসহায়দের ব্যক্তিগতভাবে নানা সাহায্য সহযোগিতার পাশাপাশি এলাকার মশা-মাছি নিমুল ও করোনার প্রকোপ কমাতে ব্যক্তি উদ্যোগে জীবানুনাশক স্প্রেসহ করে গেছেন কাউন্সিলর সৌরভ দাশ শেখর। তারই ধারাবাহিকতায় এবারেও করোনার ২য় ডেউ মোকাবেলায় বান্দরবানে লকডাউনে থাকা গরীব ও অসহায় পরিবারের হাতে নিজ অর্থায়নে এসব ত্রাণ বিতরণ করেন।