স্পোর্টস ডেস্ক : লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে জয়ে বার্সেলোনাকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠলো রিয়াল মাদ্রিদ। ভায়াদোলিদের মাঠে ১-০ গোলের জয় দেখে লস ব্লাঙ্কোসরা।
ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামার আগে বার্সার সমান পয়েন্ট ছিল মাদ্রিদের। আগের দিন ভ্যালেন্সিয়ার কাছে হেরে যাওয়া বার্সেলোনা তাই ৩ পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়ালের চেয়ে। বার্সার হারে মাদ্রিদের জন্য মঞ্চ প্রস্তুত ছিল। রিয়ালের ডিফেন্ডার নাচো ফার্নান্দেসের গোলে সেটি কাজে লাগালো জিনেদিন জিদানের শিষ্যরা।
এর আগে অগাস্টে লিগে প্রথম দেখায় রিয়ালকে সান্তিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলে রুখে দিয়েছিল ভায়াদোলিদ।
ম্যাচের ১২ মিনিটে ভায়াদোলিদের জালে বল জড়ান ক্যাসেমিরো। তবে ভিএআরের সাহায্যে রেফারি অফসাইডের বাঁশি বাজান। ৫১ মিনিটে আবার দারুণ এক সুযোগ পায় মাদ্রিদিস্তারা। তবে তরুণ রদ্রিগোর জোরালো শট রুখে দেন স্বাগতিক গোলরক্ষক।
৬৭ মিনিটে এ তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ক্রসে করিম বেনজেমার হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। লস ব্লাঙ্কোসরা গোলের দেখা পান ৭৮ মিনিটের মাথায়। টনি ক্রুসের বাড়ানো ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন নাচো। এটি গত দুই বছরের মধ্যে রিয়ালের জার্সি গায়ে নাচোর প্রথম গোল। আর সান্তিয়াগো বার্নাব্যুর বাইরে প্রথম।
ম্যাচের শেষ দিকে ভায়াদোলিদও একবার জালে বল পাঠায়। তবে পরিষ্কার অফসাইডে থাকায় স্প্যানিশ ফরোয়ার্ড গার্দিওয়ালার চেষ্টা বাতিল ঘোষণা করেন রেফারি।
২১ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে রিয়ালের পয়েন্ট এখন ৪৬। দুইয়ে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট হলো ৪৩।