রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় পানিতে ডুবে সানজিদা আক্তার (৩) এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ৮টার সময় শার্শা উপজেলার গোড়পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। মৃত সানজিদা আক্তার গোড়পাড়া গ্রামের শাহাবুদ্দিন সর্দার ও নিজামপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রুমার মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সানজিদা আক্তার সকালে বাড়ির পাশে খেলা করছিল। কিছুক্ষণ পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে সানজিদা পুকুরের ওপরে ভাসতে দেখে এলাকাবাসী তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তিন বছরের শিশু শানজিদার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকে বিহ্বল তার পরিবার।