শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) দুপুরে জনসেবা কেন্দ্রের আয়োজনে ক্রিসেন্ট এইড ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার অর্থায়নে তাতিহাটি আইডিয়াল স্কুলের সম্মেলন কক্ষে ঈদ উপহার হিসেবে ৭৫ জন লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) আতাউর রহমান, জনসেবা কেন্দ্রের দাওয়াহ এন্ড এডুকেশন ইনচার্জ ড. নাজমুস সাআদাত, তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে ৭৫ জনের প্রত্যেকের মাঝে চাল ১০ কেজি, আলু ২ কেজি, তেল ২ লিটার, পিয়াজ ২ কেজি, ছোলা ২ কেজি, চিনি ১ কেজি, মসুর ডাল ১ কেজি, খেজুর ১ কেজি ও হাফ কেজি রসুন বিতরণ করা হয়েছে।