নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ৭ম শ্রেণি পড়ুয়া কিশোরী বালিকার সাথে প্রেমে জড়িয়ে ডেটিংয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফেঁসে গেল নাইমুল (১৮) নামে এক কলেজ ছাত্র। মঙ্গলবার (১১ মে) গভীর রাতে উপজেলার সন্নাসীভিটা নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারী কিশোরী ও পুলিশ জানায়, একই গ্রামের জনৈক আব্দুল হালিমের কলেজ পড়ুয়া ছেলে নাইম ঘোড়ার গাড়িয়াল এক দরিদ্র পিতার সপ্তম শ্রেণি পড়ুয়া বালিকার সাথে প্রেম করে। ঘটনাক্রমে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে গেলে প্রাপ্ত তথ্যমতে কিশোরীর চাচা তারেক ওঁৎ পেতে থাকে।
এদিকে পূর্বের কথামতো সোমবার দিবাগত গভীর রাতে কিশোরী প্রেমিক নাইমের সাথে দেখা করতে ওঠে সেহরীর রান্নার জন্য থাকার ঘর থেকে রান্না ঘরে যায়। রান্নাঘর থেকে বেরুনো মাত্রই প্রেমিক নাইম কিশোরীকে ঝাপটে ধরে অলিঙ্গন করে। একই সময়ে ওঁৎ পেতে থাকা চাচা তারেক ও বাড়ির অন্যরা নাইমকে ঝাপটে ধরে এবং রশি দিয়ে বেঁধে রাখে। পরে মঙ্গলবার ভোরে রাতেই নাইমের স্বজনেরা এসে তাকে ছাড়িয়ে নেয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে কিশোরীকে নিয়ে তার পিতা নালিতাবাড়ী থানায় এসে অভিযোগ দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রেমিক নাইমসহ তার বন্ধুদের নামে মামলা নেওয়া হচ্ছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।