নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার উদ্যোগে দলের নিম্ন আয়ের নেতাকর্মীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও টিশার্ট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) দুপুরে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ দলীয় কার্যালয়ে এসব বিতরণ করেন ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানা।
বিতরণকালে ওয়ার্কার্স পার্টি ও ক্ষেতমজুর ইউনিয়নসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মোট ২শ জনকে শাড়ি, লুঙ্গি ও টিশার্ট প্রদান করা হয়।