শফিউল আলম লাভলু : শেরপুরের নকলায় আভ্যন্তরীণ বোর ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১মে) দুপুরে উপজেলা খাদ্য বিভাগ ও ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে স্থানীয় খাদ্য গুদামে ওই সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য শস্য সংগ্রহ এবং মনিটরিং কমিটির সভাপতি জাহিদুর রহমান।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আ: রশিদ সরকার, কৃষক লীগের আহবআয়ক আলমগীর আজাদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা নকলা এলএসডি জেভিয়ার চিসিম, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবার এ উপজেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ১৯৪১ মেট্টিকটন ও সিদ্ধ চাউল ৯১২ মেট্টিকটন।