শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। টিসিবি নিয়োজিত ডিলার মেসার্স সাইদা ট্রেডার্সের বিরুদ্ধে ওই অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১১ মে) সকালে শ্রীবরদী এ.পি.পিআই স্কুল মাঠে টিসিবির পণ্য বিতরণ করা হয়। বিতরণের কিছুক্ষণ পরেই চিনি ও ডাল শেষ হয়। পরে শুধু মাত্র তৈল বিতরণ করা হয়।
টিসিবি পণ্য ক্রেতা আ: রশিদ, হারুনুর রশিদ, মৃনার কান্তি রায়, রুকুনদ্দিনসহ অনেকেই জানান, ৫০-৮০ জন ব্যক্তিরা চিনি ও ডাল পেয়েছে। পর থেকেই ডাল ও চিনি শেষ হয়ে যায়। আমরা প্যাকেজ অনুযায়ী কিছুই পায়নি। অনেক সময় থেকে লাইনে দাড়িয়ে থেকে চলে যাচ্ছি। বিতরণের অনুমতির আবেদনে পিক আপ গাড়িযোগে টিসিবি পণ্য বিক্রি করার কথা থাকলেও বিক্রি করা হচ্ছে অনুমোদন বিহীন ট্রলিগাড়ীতে। সরকারি বিধি মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে বিতরনের করার কথা থাকলেও মানা হচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ লাইনে ক্রেতারা দাড়িয়ে রয়েছে। শুধু মাত্র তৈল বিক্রি হচ্ছে। এছাড়াও শিশু শ্রমিক দিয়ে পণ্য বিক্রি ও উঠানামা করানো হচ্ছে।
মেসার্স সাইদা ট্রেডার্সের মালিক মো: সৈয়দ জামানের কাছে টিসিবি পণ্য বিক্রিয় চালান দেখতে চাওয়ায় তিনি জানান চালান নেই। ইউএনও’র অফিসে চালানের কপি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ৬ কেজি চিনি, ৪শ কেজি ডাল ও ১৪শ লিটার তৈল চালান অনুযায়ী পেয়েছি, তাই ডাল ও চিনি আগেই শেষ হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।