1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেল ৬৬ হাজার ৯১৬ পরিবার

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ ভিজিএফ’র নগদ অর্থ সহায়তা পেল ৬৬ হাজার ৯১৬ দরিদ্র পরিবার।
গতকাল মঙ্গলবার স্থানীয় সাংসদ অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুস্থ, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এ নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু প্রমুখ।
এর আগে সাংসদ মহিব্বুর রহমান কলাপাড়া পৌরসভা কার্যালয়ে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর নগদ ৪৫০ টাকা অর্থ সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌর কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ, উপজেলা যুবলীগ নেতা জিয়াউর রহমান ভিপি জিয়া, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি ইয়ামিন আহমেদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র সাংবাদিকদের জানায়, কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়নে ৫৯ হাজার ২১৪ পরিবার, কলাপাড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবার এবং কুয়াকাটা পৌরসভায় ৩ হাজার ৮১ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এ নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হবে।
অপরদিকে লালুয়া ইউনিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদের উপহার বিশেষ ভিজিএফ এর ৫ হাজার ১৮৭ পরিবারের মাঝে ৪৫০ টাকা করে নগদ অর্থ বিতরণ। মঙ্গলবার লালুয়া ইউনিয়ন পরিষদ মিলানায়তনে এ ৪৫০ টাকা ও করোনা সহায়তা বাবদ ৫০০ টাকা করে প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মো: মনিরুজ্জামান খান, ইউপি সচিব রাশেদ নিজাম, ইউনিয়ন আয়ামী লীগের সভাপতি তারিকুল ইসলাম, ইউপি সদস্য রবিউল, লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!