মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : সারাদেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ-উপহার (ভিজিএফ) এর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ মে) থেকে মঙ্গলবার উপজেলার ৭ ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা বাবদ জনপ্রতি ৪৫০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। ট্যাগ অফিসারের প্রতিনিধি, ইউপি সদস্য গণ উপস্থিত থেকে এ নগদ অর্থ বিতরণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিতরণ কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে ৮ হাজার ২৩৩ জনকে ভিজিএফ এর নগদ টাকা প্রদান করা হবে। এরই অংশ হিসেবে সকল ইউনিয়নে এ অর্থ বিতরণ করা হয়েছে।