শ্রীবরদী (শেরপুর): শ্রীবরদীতে পানিতে ডুবে সুলাইমান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে উপজেলার তারাকান্দি গ্রামের ওই ঘটনা ঘটে। নিহত শিশু তারাকান্দি গ্রামের হামিদুল হকের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুলাইমান বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা গর্তের পানিতে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন সুলাইমানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে গর্তের পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।