রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সংগে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ। শনিবার রাতে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কনে তিনি।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. সোহাগ বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক, সমাজের দর্পণ। সাংবাদিকরা সমাজের সব অনাচার, অনিয়ম, অভাব, অভিযোগ, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করে এগিয়ে নিতে সাহায্য করেন। সাংবাদিকদের কাছ থেকে আমরা সেটাই দেখতে চাই।
এসময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেটসহ উপজেলা যুবলীগের নেতামর্কীরা উপস্থিত ছিলেন।