1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে দুস্থদের মাঝে দোস্ত এইডের উদ্যোগে ফুডপ্যাক বিতরণ ঝিনাইগাতীতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ৩০ হাজার কোটি ডলার পাবে দরিদ্র দেশগুলো বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সন্ত্রাসী নিহত, অন্ত্র উদ্ধার পাঠ্যবইয়ে আসছে একগুচ্ছ পরিবর্তন, স্বাধীনতার ঘোষক হয়ে ফিরছেন জিয়াউর রহমান শপথ নিলেন নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার সরাসরি ভোট হবে না মেয়র-চেয়ারম্যান পদে, ভাবা হচ্ছে সংসদীয় পদ্ধতি পাচারের টাকায় সাম্রাজ্য : দুবাইয়ে ২০০ কোটির দুই ভিলা বিপু-কাজলের

কলাপাড়ায় খালে পঁচা মাছের দূর্গন্ধে অতীষ্ঠ এলাকাবাসী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মে, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুযাখালী) : কলাপাড়ার সরকারী খালে লিজ নিয়ে চাষকরা বিভিন্ন প্রজাতির অসংখ্য মাছ মরে পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাতাসে পঁচা মাছের দূর্গন্ধে অতীষ্ঠ এলাকাবাসী এবং পথচারীরা। নাক চেপে অতিকষ্টে পথে চলতে দেখা গেছে পথচারীদের। শুক্রবার ঈদের দিন থেকে নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের মাস্টারবাড়ি নামক স্টেশন সংলগ্ন গোলমইয়ার খালে দুইদিন যাবত ব্যক্তি মালিকানায় চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে পঁচে দূর্গন্ধ ছড়াচ্ছে।
স্থানীয় দোকানদার নজরুল খা এ প্রতিবেদককে বলেন, দুই দিন যাবত পঁচা মাছের দূর্গন্ধে অতীষ্ঠ হয়ে গেছি। কাস্টমার দোকানে বসতে চায় না। নাকে কাপর চেপে অতিকষ্টে থাকতে হচ্ছে আমাদের।
একই অভিযোগ করেন ওই বাজারের ব্যবসায়ী কমল এবং শুসান্ত মৃধা। পার্শবর্তী গ্রামের সামসু গাজী বলেন, রোজ এখান থেকে চলাচল করি। দুই দিন পর্যন্ত দূর্গন্ধে অতীষ্ঠ হয়ে গেছি। নাকে কাপড় দিয়ে চলতে হচ্ছে। খালের পাড়ে বসবাসকারী পরিবারগুলোও একই অভিযোগ করেছেন। সকলেই বলছেন, পঁচা মাছের দূর্গন্ধে আমাদে অসুস্থ হওয়ার আশংকা দেখা দিয়েছে। তাই তারা এই দূরাবস্থা থেকে মুক্তি চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করি।
পায়রা মৎস্য চাষ সমবায় সমিতি লি: এর অন্যতম সদস্য সমির কর্মকার গণমাধ্যমকে বলেন, নীলগঞ্জ ইউনিয়নের গোল মইয়ারখালে আমাদের সমিতির নামে এ ঘেরটি রয়েছে। ডিসি অফিস হতে সমিতির নামে ডিসিআর নিয়ে আমরা দীর্ঘদিন ধরে এখানে মৎস্য চাষ করে আসছি। কেউ শত্রুতাবসত লোনা পানি ঢুকিয়ে দিয়ে ব্যাপক পরিমাণ মাছ মেরে ফেলেছে। পরিবেশের যাতে ক্ষতি না হয় সেজন্য আমরা যতদূর সম্ভব বড়বড় মাছগুলো সরিয়ে নেয়ার ব্যবস্থা করছি। এখনও অনেক ছোট আকারের মরা মাছ রয়েছে, যা আমরা এখনও সরাতে পারিনি।
নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ বলেন, মাছগুলো কেনো-কি কারনে মারা যাচ্ছে জানি না। তবে পঁচা মাছগুলো দ্রুত অপসারণ করা হচ্ছে বলে তিনি জানান।
কলাপাড়া উপজেলা মৎস কর্মকর্তা অপু সাহার মুঠো ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানকে ব্যবস্থা নেয়ার জন্য দ্রুত নির্দেশ প্রদান করবেন বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com