1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই: মির্জা ফখরুল শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন নিপুণ হত্যাসহ ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক বাবু কারাগারে বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করলেন ট্রাম্প তথ্য লুকিয়ে পলকের আইটি পার্ক, গচ্চা ১১৩৩ কোটি টাকা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ঝিনাইগাতী বিএনপি নেতার শ্রদ্ধাঞ্জলি অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে: চার্জ দ্য অ্যাফেয়ার্স চিকিৎসককে ধর্ষণ-খুন: আদালতের রায়ে ক্ষুব্ধ তারকারা মেডিকেলে কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত আমেরিকার স্বর্ণালি যুগের শুরু: অভিষেক ভাষণে ট্রাম্প

প্রাণী সম্পদের প্রণোদনার অর্থ বিতরণে অনিয়ম: সভা বয়কট করলেন জনপ্রতিনিধিরা

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মে, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ‘দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও প্রাণী সম্পদ উন্নয়ন’ প্রকল্পের প্রণোদনার প্রায় পৌণে দুই কোটি টাকা বিতরণে অনিয়মের অভিযোগ ওঠায় উপজেলা পর্যায়ে সুফলভোগী নির্বাচন ও বাস্তবায়ন কমিটির সভা বয়কট করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
বুধবার (১৯ মে) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাস্তবায়ন কমিটির সভাপতি হেলেনা পারভীনের সভাপতিত্বে চলমান সভা বয়কট করে বেরিয়ে আসেন উপজেলার ১২ ইউপি চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি।
জানা গেছে, দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং প্রাণী সম্পদ উন্নয়নের লক্ষ্যে গেল ২০১৯-২০২০ অর্থবছরে পাঁচ বছর মেয়াদী প্রকল্প চালু করে প্রাণী সম্পদ বিভাগ। এ প্রকল্পের অধীনে গরু, লেয়ার মুরগী, ব্রয়লার মুরগী, সোনালী মুরগী ও হাঁস খামারীদের মাঝে সংখ্যা অনুযায়ী সর্বনি¤œ সাড়ে ৪ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে ২২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা হিসেবে প্রদান করে সরকার। এ প্রণোদনার আওতায় উপজেলার এক হাজার ৭৩০ জন তালিকার্ভূক্ত হয়। তবে নানা জটিলতায় তালিকাভুক্তদের মধ্যে প্রায় পৌণে দুইশ খামারী সরকারী প্রণোদনা থেকে বঞ্চিত হন।
এদিকে গেল এপ্রিলে নালিতাবাড়ী উপজেলায় নতুন করে ৯৭০জন খামারী অন্তর্ভূক্তিকরণের জন্য বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যেই গেল প্রণোদনার তালিকা প্রণয়ন ও অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ তোলেন অনেকেই। মাঠপর্যায়ে তদন্ত করে দেখা গেছে, প্রকৃত খামারী নন এমনসব ব্যক্তিরাও খামারীর অন্তর্ভূক্ত হয়ে প্রণোদনার অর্থ পেয়েছেন। আবার অনেকেই প্রকৃত খামারী হওয়া সত্বেও পাননি প্রণোদনা। শুধু তাই নয়, খামারীর নামে বরাদ্দকৃত অর্থ পেতে কারও অর্ধেক কারও বা সিংহভাগ টাকা কমিশন দিতে হয়েছে প্রাণী সম্পদ প্রকল্প সংশ্লিষ্টদের। এমতাবস্থায় পরবর্তী বরাদ্দের তালিকা প্রণয়নে বাধ সাধেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা। এমতাবস্থায় বুধবার ‘উপজেলা পর্যায়ে সুফলভোগী নির্বাচন ও বাস্তবায়ন কমিটি’ জনপ্রতিনিধি এবং নেতৃবৃন্দকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে ১৩জন জনপ্রতিনিধি ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিরা আগে বাস্তবায়িত প্রকল্পের তদন্ত দাবী করে পরবর্তী তালিকা প্রস্তুতে স্বচ্ছতার দাবীতে তাদের সাথে নিয়ে মাঠপর্যায়ে খামারী অন্তর্ভূক্তিকরণের প্রস্তাব করেন। কিন্তু কমিটির সভাপতি তাদের প্রস্তাবে দ্বিমত পোষণ করেন। এমতাবস্থায় উপস্থিত জনপ্রতিনিধি ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিরা সভা বয়কটের ঘোষণা দিয়ে বেরিয়ে আসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটনের নামে ১০ হাজার টাকা বরাদ্দ দেখানো হলেও তিনি পেয়েছেন মাত্র তিন হাজার টাকা। এমন চিত্র গোটা উপজেলাজুড়েই।
বৈঠকে উপস্থিত পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ও রাজনগর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল জানান, আমরা ঘটে যাওয়া অনিয়মের তদন্ত ও পরবর্তী বরাদ্দ অনুযায়ী নতুন তালিকা প্রণয়নে স্বচ্ছতার জন্য আমাদের সাথে সমন্বয়ের প্রস্তাব দিলে কমিটির সভাপতি তা মানতে রাজী হননি। তাই আমরা সভা বয়কট করে চলে আসি।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও উপজেলা পর্যায়ে সুফলভোগী নির্বাচন ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ মতিউর রহমান জানান, জনপ্রতিনিধিরা কমিটির অন্তর্ভূক্ত নন। যেহেতু তাদের সাথে সমন্বয় হয়নি তাই নিয়মানুযায়ী আমরা কমিটির সদস্যদের সাথে সিদ্ধান্ত নিয়ে কাজ করব। অনিয়মের বিষয়ে তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে যেহেতু মাঠপর্যায়ে মাঠকর্মীরা কাজ করেছেন সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে।
উপজেলা পর্যায়ে সুফলভোগী নির্বাচন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন জানান, কমিটির সদস্যদের নিয়ে আমরা নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি। তারা একমত হতে না পারলে সেটা তাদের বিষয়। আগেও নীতিমালা অনুযায়ী কাজ হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com