স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় শেষ দিনে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৮ ম্যাচ থেকে ৮৬ পয়েন্ট সংগ্রহ করে তারা শিরোপা জিতে নেয়। অন্যদিকে ৮৪ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয় রিয়াল।
অবশ্য রিয়ালের সামনে সুযোগ ছিল শিরোপা জয়ের। সেক্ষেত্রে শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে জেতার পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদের হারতে হতো কিংবা ড্র করতে হতো। কিন্তু শেষ ম্যাচে অ্যাটলেটিকো ২-১ গোলে হারায় রিয়াল ভালাদোলিদকে। তাতে তারাই চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে শেষ ম্যাচে ঘরের মাঠে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়েও রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় জিনেদিন জিদানের শিষ্যদের।
আগের ম্যাচের মতো শেষ ম্যাচেও শুরুতে পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো। ভালাদোলিদ ১৮ মিনিটে গোল করে এগিয়ে যায়। এগিয়ে থাকে ৫৬ মিনিট পর্যন্ত। এরপর অ্যাটলেটিকোর অ্যাঞ্জেল কোরেরা গোল করে সমতা ফেরান। আর ৬৭ মিনিটে লুইস সুয়ারেজের গোলে জয় নিশ্চিত হয় অ্যালেটিকোর। যেমনটা তিনি করেছিলেন আগের ম্যাচে ওসাসুনার বিপক্ষে।