স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় শনিবার (২২ মে) রাতে নিজেদের শেষ ম্যাচে রিয়াল ভালাদোলিদকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অ্যাটলেটিকো। অন্যদিকে শেষ ম্যাচ জিতে রানার্স-আপ হয় রিয়াল।
অবশ্য গেল সপ্তাহে সেল্টা ভিগোর কাছে হেরে বার্সেলোনা শিরোপা জয়ের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল। তাই তাদের এই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। যেখানে বিশ্রাম দেওয়া হয়েছিল লিওনেল মেসিকে।
মেসি না খেললেও জয় পেয়েছে বার্সা। এইবারের বিপক্ষের এই ম্যাচটি ১-০ ব্যবধানে জিতে মৌসুম শেষ করেছে তারা।
ম্যাচের ৮১ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন আঁতোয়ান গ্রিজমান। তার চোখ ধাঁধানো গোলটি অনেকদিন দর্শকদের চোখে লেগে থাকবে।
এই জয়ে ৩৮ ম্যাচ থেকে ৭৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করলো রোনাল্ড কোম্যানের শিষ্যরা।