1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস শিক্ষার্থীদের উদ্দেশে সরকারের বার্তা কমবে তাপমাত্রা, হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আভাস ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের আহ্বান খামেনির সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ টাকার ‍ঋণ, শাহবাগে জড়ো হলেন শত শত মানুষ

নেইমারদের পেছনে ফেলে ১০ বছর পর চ্যাম্পিয়ন লিলে

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : ঠিক স্প্যানিশ লা লিগার মত, শিরোপা লড়াই গিয়ে ঠেকেছিল একেবারে লিগের শেষ ম্যাচে। লিলে এবং প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছিল লিগ শিরোপা জয়ের দৌড়ে। যদিও, সেখানে এগিয়েই ছিল লিলে। শেষ ম্যাচে এসেও হোঁচট খেতে হলো না ফরাসি ক্লাবটিতে। এঞ্জার্সের মাঠে গিয়ে জয় তুলে নিলো ২-১ ব্যবধানে।

সুতরাং, পিএসজির জয়-পরাজয়ের আর কোনো গুরুত্ব থাকলো না। নেইমার-এমবাপেদের আধিপত্য ভেঙে দিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হলো লিলে। ১০ বছর পর আবারও মুকুট ফিরে পেলো লুইজ আরাউজো-রেনাতো সানচেজরা।

পিএসজির ঘরে শিরোপা উঠতে প্রয়োজন ছিল তাদের জয় এবং লিলের অন্তত ড্র। কিন্তু তারা নিজেরা ব্রেস্তের বিপক্ষে ২-০ গোলে জিতলেও লিলে হোঁচট খায়নি। তারা নিজেরা জয় তুলে নিয়েছে। এ নিয়ে এটা লিলের ফ্রেঞ্চ লিগ ওয়ানের চতুর্থ শিরোপা।

লিগের নির্ধারিত ৩৮ ম্যাচ শেষে লিলে পয়েন্ট ৮৩। পিএসজির পয়েন্ট ৮২। টানা চতুর্থ শিরোপার একেবারে কাছে গিয়েও আর জেতা হলো না নেইমারদের।

jagonews24

এঞ্জার্সের বিপক্ষে তাদের মাঠে গিয়ে জয় পাওয়াটা লিলের জন্য ছিল একটু কঠিনই। কিন্তু তারা ছিল দৃঢ় প্রত্যয়ী। জিততেই হবে। কোনোভাবে হোঁচট খেলেই বিপদ। এ কারণে ম্যাচের ১০ম মিনিটেই জোনাথন ডেভিডের গোলে এগিয়ে যায় লিলে।

প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+১ মিনিটে) পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করলেন বুরাক ইয়ালমাজ। এই গোলটিই জয় এনে দেয় লিলেকে। কারণ, ম্যাচ শেষ হওয়ার খানিক আগে, ইনজুরি সময়ে (৯০ +২ মিনিট) একটি গোলের ব্যবধান কমান এঞ্জার্সের অ্যাঞ্জেলো ফুলগিনি।

অন্য ম্যাচে ব্রেস্তের মাঠে গিয়ে রোমেইন ফেইব্রের আত্মঘাতি গোলে প্রথমার্ধেই (৩৭ মিনিটে) ১-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি তথা খেলার ৭১ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় পিএসজি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com