স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতলেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। ৭ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন আছে চারে। শীর্ষে থাকা ইংল্যান্ড দুই ম্যাচ বেশি খেলে সমান সংখ্যক পয়েন্ট পেয়েছে। মিরপুরে মঙ্গলবার (২৫ মে) বিজয়ের পতাকা উড়ালে বাংলাদেশ ছাড়িয়ে যাবে তাদের।
সমান ৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে আরও আছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা হারলে পেছনে পড়বে তারা। ২০২৩ বিশ্বকাপের বাছাই পর্ব হচ্ছে এই সুপার লিগ। বাছাইপর্ব এড়াতে হলে এই লড়াইয়ে সেরা আট দলের মধ্যে থাকতে হবে, যেখানে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩ ওয়ানডেতে হারিয়ে ৩০ পয়েন্ট পায় বাংলাদেশ। তবে নিউ জিল্যান্ডে গিয়ে হাতছাড়া হয়েছে ৩০ পয়েন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে আরও ১০ পয়েন্ট যুক্ত করে বাংলাদেশ। এবার সামনে এগিয়ে যাওয়ার পালা। শেষ দুই ম্যাচে ২০ পয়েন্ট বরাদ্দ। দুটি ম্যাচ জিতলে শীর্ষস্থানে উঠার পাশাপাশি নিজেদের অবস্থানও মজবুত করতে পারবে বাংলাদেশ।
আপাতত দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় বাংলাদেশকে দিয়েছে স্বস্তি। প্রথম ওয়ানডের আগে ১০ ম্যাচ ছিল জয়হীন। জয়খরা কাটানোর পর উচ্ছ্বসিত ছিলেন অধিনায়ক তামিম ইকবাল, ‘জয়ে ফেরা সব সময়ই স্বস্তির। হারতে কার ভালো লাগে? সব ফরম্যাট মিলিয়ে আমরা ১০ ম্যাচ জিতিনি। এই জয় আমাদের আনন্দ দিচ্ছে। এখনও দুই ম্যাচ বাকি। আশা করছি জয়ের ধারা অব্যাহত থাকবে।’
জয় পাওয়া ম্যাচে তামিম, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন। রান পাননি সাকিব আল হাসান, লিটন দাশ, মোহাম্মদ মিথুন। ফিরে এসে সাকিব শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। লিটন ও মিথুন নিজেদের উইকেট বিলিয়ে এসেছেন। দুজনই রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় ওয়ানডেতে এই দুজনেরই নয়তো একজনের একাদশের বাইরে যাওয়া নিশ্চিত।
লিটনের পরিবর্তে দলে আসতে পারেন স্ট্যান্ডবাই হিসেবে থাকা নাঈম শেখ। মিথুনের জায়গায় মোসাদ্দেক হোসেনকেও দেখা যেতে পারে। সেক্ষেত্রে মাহমুদউল্লাহ পাঁচে ব্যাটিং করবেন। মোসাদ্দেক করবেন সাতে। আফিফ হোসেনকে দেখা যাবে ছয় নম্বরে। তবে মিথুন টিকে যেতেও পারেন। কারণ এক ওয়ানডে আগেই নিউ জিল্যান্ডে তার ব্যাট থেকে এসেছিল ৫৭ বলে ৭৩ রানের ইনিংস।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিং ছিল আঁটসাঁট। মেহেদী হাসান মিরাজের সঙ্গে সাকিব স্পিনে নিজের কারিশমা দেখিয়েছেন। মোস্তাফিজুর রহমান ও সাইফ উদ্দিন নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছিলেন। একমাত্র বিবর্ণ ছিলেন তাসকিন আহমেদ। সাদা পোশাকে শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত পারফর্ম করা এ পেসার ৯ ওভারে ৬২ রান দিয়েছেন। হজম করেছেন ৭ চার ও ২ ছক্কা। তাতে জয় পেতে সমস্যা হয়নি। তবে নিশ্চয়ই তাসকিন এমন বোলিং ভুলে যেতে চাইবেন।
বাংলাদেশ প্রথম ওয়ানডে দাপটের সঙ্গে জিতেছে অভিজ্ঞতার কারণে। নতুন চেহারায় বাংলাদেশে আসা শ্রীলঙ্কা হেরেছে অনভিজ্ঞতায়। তবে তাদের দলে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় যে আছে, বোঝাই যায়। কুশল পেরেরা, কুশল মেন্ডিস, ভানিন্দু হাসারাঙ্গারা জ্বলে উঠলে বাংলাদেশ উড়ে যেতে পারে। সেজন্য তামিমের দলকে সতর্কও থাকতে হবে।
দ্বিতীয় ওয়ানডে মিরপুর শের-ই-বাংলায় শুরু দুপুর ১টায়। এ ম্যাচটি জিতে বাংলাদেশ সিরিজ নিশ্চিতের পাশাপাশি বিশ্বকাপ সুপার লিগে নিজেদের অবস্থানও শক্তিশালী করতে চাইবে।