1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস শিক্ষার্থীদের উদ্দেশে সরকারের বার্তা কমবে তাপমাত্রা, হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আভাস ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের আহ্বান খামেনির সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ টাকার ‍ঋণ, শাহবাগে জড়ো হলেন শত শত মানুষ

মোস্তাফিজের কাছে কাটার শিখতে চেয়েছেন ভারতের তরুণ পেসাররা

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : আইপিএল স্থগিত হওয়ার আগে রাজস্থান রয়্যালসের ৭ ম্যাচেই খেলেছেন মোস্তাফিজুর রহমান। দলের পেস বোলিংয়ের নেতৃস্থানীয় বোলার ছিলেন। ৮ উইকেট নিয়ে ক্রিস মরিসের পর দলের দ্বিতীয় শীর্ষ উইকেটশিকারি তিনি। দুর্দান্ত কাটারে মন্ত্রমুগ্ধ করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তার কাছ থেকে কাটার ও ইয়র্কার শেখারও আগ্রহ দেখিয়েছেন দলের তরুণ পেসাররা। তাদের আশাহত করেননি কাটার মাস্টার।

সম্প্রতি রাজস্থান তাদের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের সঙ্গে একটি সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করেছে। সেখানে সঞ্চালক ও তাকে বাংলায় সাক্ষাৎকার দিতে দেখা গেছে। এই কথোপকথনে নতুন ক্লাবে তার স্বল্প সময়ের অভিজ্ঞতা উঠে এসেছে। জানিয়েছেন, তরুণ পেসাররা তার কাছ থেকে ইয়র্কার ও কাটারের মন্ত্র জানতে চেয়েছেন।

চলতি মাসের শুরুতে করোনাভাইরাসের হানায় স্থগিত করা হয় আইপিএল। কদিনের মধ্যে দেশে ফিরে আসেন মোস্তাফিজ। টুর্নামেন্ট চলাকালে তার সঙ্গে সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে দলের অন্য তরুণ পেসারদের নিয়ে তার পর্যবেক্ষণের কথা জানান বাংলাদেশি পেসার, ‘ওদের শেখার আগ্রহটা খুব বেশি, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। তারা আমার কাছে শোনে যে আমি কীভাবে কাটার মারি বা ইয়র্কারটা ভালোভাবে করি। তারা আরও কিছু জানতে চায়। আমি তাদের কাছে আমার মতো করে বলি, তারাও আমার কথা শুনে সেভাবে চেষ্টা করে।’

নতুন ক্লাবে গিয়ে মানিয়ে নিতে এতটুকু সমস্যা হয়নি মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের সাবেক পেসারের। মোস্তাফিজ বলেছেন, ‘আমি যখন এখানে এসেছি, আমার মনেই হয়নি যে নতুন ক্লাবে এসেছি। দলের সবাই খেলোয়াড়, কোচিং স্টাফরা আমাকে ভালোভাবে গ্রহণ করেছে। দারুণ সময় কেটেছে, সবাই অনেক ভালো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com