শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে অটোরিকশার চাপায় আফরাইম নামে দশ বছর বয়সী এক শিশু নিহত হয়েছ। মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার কুরুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ৭টার দিকে কুরুয়া হতে মাদারপুর সড়কে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা আফরাইমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দশ বছর বয়সী আফরাইম। নিহত শিশু আফরাইম কুরুয়া পশ্চিমপাড়া গ্রামের জহুরুল হকের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে।