নালিতাবাড়ী (শেরপুর): বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
বুধবার (২ জুন) বিকেলে উপজেলার কালাকুমা আলহাজ্ব আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় যোগানিয়া একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভা একাদশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হেলেনা পারভীনের সভাপতিত্বে ফাইনাল খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, যুবলীগ নেতা হাফিজুল ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৮ মে একই মাঠে খেলা উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। খেলায় উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশগ্রহণ করে।