নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ৩ মাদকসেবীকে গ্রেফতার করেছে চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের পুলিশ। গত মঙ্গলবার (১লা জুন) রাতে উপজেলার চন্দ্রকোনার রামপুর এলাকা থেকে ওই মাদকসেবীদের প্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নকলা উপজেলার রামপুর মধ্যপাড়া এলাকার মেঘু মিয়ার পুত্র আলমগীর হোসেন (২০), আদর আলীর পুত্র আলামিন মিয়া (২০) ও চন্দ্রকোনা বাজারের আব্দুল আজিজের পুত্র স¤্রাট আলী (২৪)।
চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক আবুল হাসিম জানান, মঙ্গলবার বিকেলে চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রামপুর পূর্বপাড়া এলাকা থেকে মাদকদ্রব্য সেবনকালে এ ৩ জনকে গ্রেফতার করে। বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।