1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস শিক্ষার্থীদের উদ্দেশে সরকারের বার্তা কমবে তাপমাত্রা, হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আভাস ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের আহ্বান খামেনির সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ টাকার ‍ঋণ, শাহবাগে জড়ো হলেন শত শত মানুষ

মেসি গোল পেলেও জয় পায়নি আর্জেন্টিনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : গত অক্টোবরে লিওনেল মেসির গোলে ইকুয়েডরকে হারিয়ে কাতার বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাইপর্ব শুরু করেছিল আর্জেন্টিনা। লম্বা সময় পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমে দ্বিতীয় গোল করলেন তিনি চিলির বিপক্ষে। কিন্তু জয় পায়নি আলবিসেলেস্তেরা। অ্যালেক্সিস সানচেজের সমতাসূচক গোলে তাদের ১-১ গোলের ড্রয়ে রুখে দিয়েছে দুইবারের দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা।

২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে এই চিলির কাছে দুইবারই টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। তবে ২০১৯ সালে সবশেষ আসরে চিলিয়ানদের হারিয়ে তৃতীয় হয় তারা। আবারও যখন মুখোমুখি দুই দল, তখন তিক্ত এক অভিজ্ঞতা ফের নিতে হলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

আর্জেন্টিনার শহর সান্তিয়াগো দেল এস্তেরোয় প্রথমার্ধেই হয় দুই গোল। গুইলেরমো মারিপান বক্সের মধ্যে ফেলে দেন লাউতারো মার্তিনেজকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ২৪ মিনিটে গোলটি করেন মেসি। এই বাছাইয়ে এটি তার দ্বিতীয় গোল। কিন্তু বিরতির খানিক আগে সমতা ফেরায় চিলি। গ্যারি মেদেলের কাট ব্যাক থেকে নিখুঁত ফিনিশিংয়ে ৩৭তম মিনিটে গোলটি করেন সানচেজ।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে মেসির দুর্দান্ত ফ্রি কিক দারুণভাবে রুখে দিয়ে চিলিকে রক্ষা করেন কিপার ক্লাউদিও ব্রাভো। জয়ের জন্য মরিয়া ছিল আর্জেন্টিনা। চিলির জমাট রক্ষণভাগ তাদের সফল হতে দেয়নি। শেষ পাঁচ মিনিটে মেসি তিন পয়েন্ট প্রায় এনেই দিয়েছিলেন, কিন্তু ব্রাভোকে পরাস্ত করতে পারেননি।

এই ড্রয়ে ঘরের মাঠে আর্জেন্টিনা চিলির বিপক্ষে ৩৫ ম্যাচ ধরে অজেয় থাকলো। ২০১৯ সালের কোপা আমেরিকা সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর টানা ১২ ম্যাচ তারা অপরাজিত।

১০ দলের এই বাছাইয়ে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তাদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে ইকুয়েডরকে লড়বে শীর্ষ দল ব্রাজিল। চেলসি পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।

বাছাইয়ের শীর্ষ চার দল সরাসরি কাতারে যাওয়ার টিকিট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।

দিনের অন্য ম্যাচে বলিভিয়া ঘরের মাঠে ৩-১ গোলে হারায় ভেনেজুয়েলাকে। মন্টেভিডিওতে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com