স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টের তৃতীয় দিন পুরোটাই গিয়েছিল বৃষ্টির পেটে। তবে চতুর্থ দিনে ইংল্যান্ডের অন্যান্য ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারলেও ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ররি বার্নস। তার অনবদ্য ১৩২ রানের ইনিংসে ভর করে সবকটি উইকেট হারিয়ে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৭৫ রান।
তাতে ১০৩ রানের লিড পায় নিউজিল্যান্ড। এরপর ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা। ইংল্যান্ডের বিপক্ষে তাদের লিড দাঁড়িয়েছে ১৬৫ রানের। ক্রিজে আছেন টম লাথাম (৩০) ও নেইল ওয়াগনার (২)। তারা দুজন আজ বিকেলে পঞ্চম ও শেষ দিনে ব্যাট করতে নামবেন।
একটা দিন পুরো বৃষ্টি পেটে যাওয়া এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা বেশি। তারপরও সুবিধাজনক অবস্থানে নেই স্বাগতিক ইংল্যান্ড। নিউজিল্যান্ড হয়তো আজ শেষ দিনে এক সেশন ব্যাট করে ইংল্যান্ডকে পরবর্তী দুই সেশন ব্যাট করাতে পারে। তাতে পঞ্চম ও শেষ দিনে উইকেট থেকে সুবিধা নিয়ে চেষ্টা করবে ইংল্যান্ডকে ধরাশায়ী করার। এখন দেখার বিষয় কিউইদের সেই পরিকল্পনা কতোটুকু বাস্তবায়িত হয়।
এদিকে দ্বিতীয় দিনে ৫৯ রান নিয়ে অপরাজিত থাকা ররি বার্নস ও ৪২ রান নিয়ে অপরাজিত থাকা জো রুট চতুর্থ দিনে আবার ব্যাট করতে নামেন। রুট দলীয় সংগ্রহে কোনো রান যোগ না করেই বিদায় নেন দলীয় ১১১ রানের মাথায়। এরপর ১৪০/৩ থেকে পর পর তিনটি উইকেট হারিয়ে ইংল্যান্ড বিপাকে পড়ে হয়ে যায় ১৪০/৬। সেখান থেকে অভিষিক্ত অলি রবিনসনকে সঙ্গে নিয়ে লড়াই করেন বার্নস। ২০৩ রানের মাথায় ৪২ রান করে বিদায় নেয় রবিনসন। ২০৭ রানে ফেরে মার্ক উড। ২২৩ রানে আউট হন স্টুয়ার্ড ব্রড। জেমস অ্যান্ডরসনকে নিয়ে শেষ লড়াইটা চালান বার্নস। কিন্তু দলীয় ২৭৫ রানের মাথায় দশম ও শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।
ইনিংসের গোড়াপত্তন করতে নেমে সবার শেষে আউট হন। এই সময়ে ২৯৭ বল খেলে ১৬টি চার ও ১ ছক্কায় করেন অনবদ্য ১৩২ রান। অথচ তিনি ৭৭ রানে স্ট্যাম্পড হতে পারতেন। ৮৮ রানে তালুবন্দি হয়ে সাজঘরেও ফিরতে পারতেন। কিন্তু নিউজিল্যান্ডের ফিল্ডাররা তাকে দুইবার জীবন দিয়ে সেঞ্চুরি করার সুযোগ দেন। এটা ছিল তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে করেছিলেন ১০১ রান। আর অপর সেঞ্চুরিটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৩ রানের।
বল হাতে নিউজিল্যান্ডের টিম সাউদি ৪৩ রান দিয়ে ৬টি উইকেট নেন। ৩টি উইকেট নেন কাইল জেমিসন। অপর উইকেটটি নেন নেইল ওয়াগনার।
এরপর নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯ রানে ডেভন কনওয়ের উইকেট হারায়। আগের ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান এবার করেন ২৩ রান। ৫৭ রানের মাথায় কেন উইলিয়ামসন আউট হওয়ার পর লাথাম ও ওয়াগনার মিলে দিন শেষ করে আসেন।
নিউজিল্যান্ডের দুটি উইকেটই নিয়েছেন অভিষিক্ত রবিনসন।