1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস শিক্ষার্থীদের উদ্দেশে সরকারের বার্তা কমবে তাপমাত্রা, হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আভাস ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের আহ্বান খামেনির সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ টাকার ‍ঋণ, শাহবাগে জড়ো হলেন শত শত মানুষ

আফগান ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে ভারতকে লড়বে বাংলাদেশ

  • আপডেট টাইম :: রবিবার, ৬ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের চলতি পর্ব শেষ হওয়ার পথে। ২০২২ বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে এখনও ভারত ও বাংলাদেশের একটি জায়গায় মিল। ‘ই’ গ্রুপে ছয় ম্যাচ শেষে একটিও জয় না পাওয়া দল তারা। টেবিলের তলানিতে থাকা ভারত (৩) ও বাংলাদেশের পয়েন্ট ব্যবধান মাত্র এক (২)। একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে সোমবার (৭ ‍জুন) কাতারের দোহায় অবস্থিত জসিম বিন হামাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা।

বাংলাদেশ সময় রাত ৮টায় সপ্তম ম্যাচে সুনীল ছেত্রীদের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।

নিরপেক্ষ ভেন্যুতে হবে খেলা। কিন্তু এটি বাংলাদেশের হোম ম্যাচ। করোনাভাইরাস মহামারির কারণে সেটা সরিয়ে নেওয়া হয়েছে বিশ্বকাপের আয়োজক দেশের ভেন্যুতে। যেখানে দুই দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। শীর্ষ দল কাতারের কাছে ১-০ গোলে হেরে গেছে ১০ জনের ভারত। আর পিছিয়ে পড়েও আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলের ড্র আদায় করেছে বাংলাদেশ। ম্যাচটি এখন অতীত, তবে লাল-সবুজের প্রতিনিধিরা তা থেকে নিশ্চিতভাবে উজ্জীবনী শক্তি নিজেদের ভেতরে নিচ্ছে। শারীরিকভাবে শক্তিশালী ও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে এক পয়েন্ট আদায় করা তো কম কথা নয়।

আগের দেখায় কলকাতার সল্ট লেকে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার আগে ওটাই ছিল তাদের একমাত্র পয়েন্ট। ছয় ম্যাচ শেষে দুই পয়েন্ট গেছে তাদের ঝুলিতে। আফগানিস্তান, ভারত ও ওমানকে খেলতে কাতারে রওনা দেওয়ার আগেই বাংলাদেশ একটি ম্যাচ জেতার আশ্বাস দিয়েছিল। তাদের টার্গেট ছিল ভারত। এবার সেই দলটির মুখোমুখি হতে যাচ্ছে তারা। নিশ্চিতভাবে আফগানদের সঙ্গে ড্র তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।

কাতারের কাছে হেরে যাওয়া ভারতকে তাই কঠিন পরীক্ষাই দিতে হবে। তাছাড়া আগের ম্যাচের মতো এবার দর্শকদের পাচ্ছে না ইগোর স্টিম্যাকের দল। কলকাতায় ভারতের বিপক্ষে দলের একমাত্র গোলদাতা সাদ উদ্দিন নেই। তবে আফগানদের জালে বল জড়ানো তপু বর্মণ নিজেকে ফের প্রমাণ দিতে তৈরি।

র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান ১০৫ নম্বরে, আর বাংলাদেশ ১৮৪তম। র‌্যাংকিংয়ে বিশাল ফারাক। পরিসংখ্যানেও এগিয়ে ভারত। লাল-সবুজ জার্সিধারীরা শেষ জয় পেয়েছিল ২০০৯ সালের সাফ চ্যাম্পিয়নশিপে। শেষ পাঁচবারের দেখায় হেরেছে দুই ম্যাচ।

তবুও বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া এই ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে মনে করছেন। আফগানিস্তান ম্যাচের আত্মবিশ্বাস তাদের মনে। জামাল বলেছেন , ‘মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এমন ম্যাচের অংশ হতে পারা দারুণ। শেষবার কলকাতায় আমরা তিন পয়েন্ট না পেয়ে হতাশ ছিলাম, শেষ দিকে ভারত গোল করেছিল। আমাদের মধ্যে এখনও ক্ষুধা আছে, আমরা জানি কিছুটা ক্ষতি করতে পারবো। এই মুহূর্তে আমাদের দলে আত্মবিশ্বাস অনেক। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জেতার সুযোগ ছিল। ওই আত্মবিশ্বাস নিয়ে আমরা ভারতের মুখোমুখি হতে যাচ্ছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com