স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের মেকিয়ারকান্দা বাজারের দক্ষিণ পাশের সেতুর এপ্রোচ সড়কে মাটি সড়ে গেছে গেলো বন্যায় চাডাইন্না বিলের পানির ¯্রােতে। এর ফলে সেতুর দুই পাশে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী। সেতুটির দুই পাশের সংযোগ সড়কটিতেও দীর্ঘদিন ধরে সড়কে মাটি না ফেলার কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা।
ভুক্তভোগীরা জানান, সেতুটি দিয়ে দক্ষিণ ডোমঘাটা, পশ্চিম বিলপাড়, পশ্চিম ডোমঘাটা ও মেকিয়ারকান্দাসহ বেশ কয়েক গ্রামের হাজারো মানুষ যাতায়াত করেন।
স্থানীয় মোতালেব হোসেন বলেন, এই সেতু দিয়ে দশ গ্রামের মানুষ যাতায়াত ও যানবাহনে পণ্য পরিবহন করত। সেতুটির সংযোগ সড়ক ভেঙে যাওয়ার পর থেকে গ্রাম থেকে বাজারে ধান, চাল ও কৃষিপণ্য যানবাহনে পরিবহন করা যাচ্ছে না। অসুস্থ ব্যক্তি ও রোগীদের এই সাঁকো দিয়ে পার হয়ে হাসপাতালে যেতে খুব কষ্ট হয়।
স্থানীয় ব্যবসায়ী হেলিম মিয়া বলেন, সংযোগ সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই আসা যাওয়া করতে হয়। বিশেষ করে বর্ষাকালে সাঁকো হয়ে সেতুটি পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় মানুষ। এমতাবস্থায় দুর্দশা লাঘবে স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত উদ্যোগ গ্রহণ করার দাবী জানান তারা।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফরহাদ রাব্বানী সুমন সাংবাদিকদের বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। অল্প সময়ের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রকৌশলী শাহিনুর ফেরদৌস বলেন, বিষয়টি আমার জানা ছিল না। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।