1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

মূল বিস্ফোরণ মগবাজারের শর্মা হাউসের নিচতলায়

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুন, ২০২১

ঢাকা: চারপাশে যেন ধ্বংসস্তুপ! মগবাজারের ওয়ারলেস গেট মোড়ে একটি ভবনে বিষ্ফোরণে আশপাশের ভবন এবং স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ভবনে এই বিষ্ফোরণ ঘটেছে তার নিচতলায় খাবারের রেস্তোরা রয়েছে, নাম শর্মা হাউস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই শর্মা হাউসের রান্নাঘর থেকেই সম্ভবত বিস্ফোরণের উৎস।

আশঙ্কা করা হচ্ছে জমে থাকা গ্যাসের লিকেজ থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ। জেনারেটর থেকেও এই বিষ্ফোরণের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষ্ফোরণের প্রচন্ডতায় সেই ভবনের নিচতলায় শর্মা হাউসের পুরোটাই ধসে গেছে। বিস্ফোরণের ধাক্কায় রাস্তার উল্টো দিকে আড়ং এর ভবনেরও ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তার উল্টো দিকে বিশাল সেন্টার নামের বিপনী বিতানের পঞ্চাশটির বেশি দোকানের সামনের সামনের কাঁচ বিষ্ফোরণের প্রচন্ড শব্দে ভেঙ্গে চুরমার হয়ে যায়। রাস্তায় থাকা কয়েকটি বাসের সবকটি কাঁেচর জানালা ভেঙ্গে চুরে একাকার। লাব্বাইক ও আল মক্কা নামের দুটি বাসের ভেতরের কাঠামো ভেঙ্গে যায়। এই দুটি বাসে থাকা প্রায় ৪০/৫০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বাসের সিটে লেগেছিল রক্তের দাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com