1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন

বিস্ফোরণে পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুন, ২০২১

ঢাকা: রাজধানীর মগবাজারে রোববার (২৭ জুন) রাতে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে রাস্তার বিপরীত দিকে থাকা আড়ংয়ের শোরুমসহ আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের দেয়াল, গ্লাস ও ভেতরে থাকা আসবাবপত্র ভেঙে চুরমার হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন গণমাধ্যমকে জানিয়েছেন, তদন্ত করে বিস্ফোরণের ক্ষয়-ক্ষতির পরিমাণ জানানো হবে। আশপাশের ভবনে কী ধরনের ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, যে ভবনে বিস্ফোরণ ঘটেছে তার রাস্তার বিপরীত দিকে পাঁচতলা ভবনে আড়ংয়ের শোরুমও ভেঙে চুরমার হয়েছে। এছাড়া, আরও তিন-চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বিস্ফোরণের কারণ জানতে পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com