নকলা (শেরপুর) : শেরপুরের নকলা পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের মোট ৮৭ কোটি ৪৩ লাখ ২৫ হাজার ৬৭১ টাকা আয় ও ৮৫ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয় দেখিয়ে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (২৮ জুন) সকাল ১১টায় নকলা পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়। বাজেট ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
দ্বিতীয় মেয়াদে নকলা পৌরসভার বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার জন্য মনোনীত হয়ে ক্ষমতা গ্রহণের ৬ মাস পরেই তৃতীয় শ্রেণীর পৌরসভা থেকে দ্বিতীয় শ্রেণীর পৌরসভা উন্নয়ন লাভ করে। অচিরেই মেয়র হাফিজুর রহমান লিটন এই নকলা পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা উন্নয়নের জন্য কাজ করছেন বলে অবহিত করেন।
আজকের এ বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকলা পৌরসভার সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।