নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনে দৈনিক জবাবদিহির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) রাতে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তন কক্ষে এই আয়োজন করা হয়। দৈনিক জবাবদিহির ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
দৈনিক জবাবদিহির নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি আমানুল্লাহ আসিফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাব নালিতাবাড়ীর উপদেষ্টা এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আব্দুল মান্নান সোহেল, সহ-সভাপতি বিপ্লব দে কেটু।
এছাড়াও প্রেসক্লাব নালিতাবাড়ীর দপ্তর ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর (নালিতাবাড়ী) নাজমুল হক, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি অভিজিৎ সাহা, খোলা কাগজ প্রতিনিধি মেহেদী হাসান সাকিব প্রমুখ।
এসময় বক্তারা বিগত সময়ে দৈনিক জবাবদিহির ও প্রতিবেদকের প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রশংসা করেন। দৈনিক জবাবদিহির সুন্দর আগামীর পথচলার জন্য শুভকামনাও জানান তারা।
এসময় দৈনিক সকালের সময় প্রতিনিধি হারুন অর রশিদ, গনমুক্তি প্রতিনিধি আজিনুর রহমান, দেশের পত্র প্রতিনিধি দৌলত হোসাইন, নয়া শতাব্দী প্রতিনিধি পুলক রায়, বাংলার কাগজ প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, ভোরের বাণী প্রতিনিধি সারোয়ার হোসেন, নকলা থেকে আগত সাংবাদিক রাফসান আহমেদ মাহদী, এইচএম হাসান মিয়াসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।