নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা ( বাগেরহাট): বাগেরহাটের শরণখোলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক শরণখোলা শাখা। বুধবার (২২ জানুয়ারী) বিকাল ৫ টায় রায়েন্দা পাঁচরাস্তার মোড়ে ব্যাংক কার্যালয়ের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
আল আরাফাহ্ ইসলামী ব্যাংক শরণখোলা শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক, ব্যাংক কর্মকর্তা আব্দুল বারী (এসইও), রফিকুল ইসলাম (ইও), সাংবাদিক নইন আবু নাঈম, শাহিন হাওলাদার।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানায় শীতার্ত মানুষের কথা চিন্তা করে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতি বছর সারা বাংলাদেশে কম্বল বিতরণ করে আসছে। তার অংশ হিসেবে এ বছর শরণখোলায় ৪’শ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।