আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলায় শুভ (২৫) নামে একজনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটক শুভ উপজেলা কাজিহাল ইউনিয়নের মীরপুর গ্রামের মকসেদুল ইসলামের পুত্র।
মামলা সূত্রে জানা যায়, গত (১২ জুন) উপজেলার কাজিহাল ইউনিয়নের মীরপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি নারী (২৭) কে দফিরুল ইসলাম (৩২), জহুরুল ইসলাম এবং শুভ (২৫) তার নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এসময় দৃষ্টি প্রতিবন্ধির চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এমআব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান জানান, ভিকটিমের ভাই আজগার আলী সাগর বাদী হয়ে গত ২৭ জুন ফুলবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ৩নং আসামী শুভকে গ্রেফতার করা হয়। দফিরুল ও জহুরুলকে আইনের আওয়াতায় আনার চেষ্টা চলছে।