ঢাকা: ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) কারো দ্বারা প্রভাবিত হয়ে সাঈদ খোকনের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করনি। দুদক স্বাধীনভাবে কাজ করে। দুদক কর্মকর্তা প্রয়োজন মনে করলে সাঈদ খোকনকে জিজ্ঞেসাবাদ করবে।’
মঙ্গলবার (২৯ জুন) বিকেল ৪টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন। এতে তিনি অভিযোগ করেন, ‘ডিএসসিসির বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় দুদক তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবগুলো জব্দ করেছে।’
দুদক সচিব সাংবাদিকদের বলেছেন, ‘দুদক সব সময় সবার স্বার্থ রক্ষায় কাজ করে। দুদক একচেটিয়া, এক দিক থেকে কোনো কিছু করে না।’
তাপসের প্ররোচনায় দুদক সাঈদ খোকন পরিবারের বিরুদ্ধে কাজ করছে, এ অভিযোগের বিষয়ে দুদক সচিব বলেন, ‘না, এরকম কোনো বিষয় নেই। দুদক স্বাধীন সংস্থা। প্রয়োজন অনুযায়ী কাজ করে। কারো দ্বারা প্রভাবিত হয় না।’
সংবাদ সম্মেলনে সাঈদ খোকন অভিযোগ করেছেন, দুদক কোনো নোটিশ না দিয়ে ব্যাংক হিসাব জব্দ করেছে। এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুদক সচিব বলেন, ‘এটি তার ব্যক্তিগত মন্তব্য।’
জব্দ করা ব্যাংক হিসাবগুলোতে কী পরিমাণ অর্থ (টাকা) আছে? এমন প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, ‘এ বিষয়ে এখনও আমি জানি না। তদন্ত কর্মকর্তা বলতে পারবেন।’
দুদক সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করবে কি না? এ বিষয়ে সচিব বলেন, ‘তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন।’
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৭ জুন) এ আদেশ দেন আদালত।
এর পরিপ্রেক্ষিতে ২৯ জুন (মঙ্গলবার) সংবাদ সম্মেলন ডাকেন সাঈদ খোকন। এর কয়েক ঘণ্টা পরে দুদক কার্যালয়ের গাড়ি বারান্দায় কমিশন সচিবের কাছে এ বিষয়ে বিভিন্ন তথ্য জানতে চান সংবাদিকরা।